নতুন বছরের শুভেচ্ছা এসএমএস ছবি পিক পিকচার 2026

Related Posts
Table of Contents
নববর্ষ এসএমএস | New Year SMS 2026 | Seasonal SMS
আসলামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বাঙালির বিভিন্ন ধরনের এসএমএস। যা সচরাচর বাঙালির সবারই কাজে লাগে।
নববর্ষের শুভেচ্ছাবাণী 2026 | নতুন বছরের শুভেচ্ছা 2026 | নতুন বছর এসএমএস 2026
মানুষের জীবনে সচারাচার অনেক ধরনের জিনিসের প্রয়োজন হয়। মানুষ যখন অন্য একটা মানুষের সাথে যোগাযোগ রাখে তখন তার সাথে ভালো-মন্দ অনেক ধরনের কথায় বলতে হয়। সে কথাগুলো যদি সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে লিখে দেওয়া যেতে পারে তাহলে কথা গুলো পড়তে আরো ভালো লাগে। আর সেই জন্যই মানুষ বিভিন্ন সময়ে একজন আরেকজনের কাছে এসএমএস এর বার্তা পাঠায়। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম নববর্ষ এসএমএস ও ঋতুকালীন এসএমএস।
নতুন বছরের বাণী | ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা 2026 | ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বাণী 2026
- ღ_ღএকটু আলো, একটু আধার
বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার,
কিছু দুঃখ, কিছু সুখ
সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ!
♣বাংলা বর্ষ 1426 এর পদার্পনে শানিত হই নবপ্রাণে♣
♥শুভ নববর্ষ -2026♥
- পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম,
বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান।
পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট।
নতুন বছরের নতুন যাত্রা,
হয় যেনো সুখ আর বিনোদনময়!
এই কামনায় তোমাদের জানাই,
♥শুভ নববর্ষ (2026)♥
- বাউল গানের স্যন্ধা তালে,
নতুন বছর এসেছে ঘুরে,
উদাসী হাওয়ার সুরে সুরে,
রংগা মাটির পথটি জুড়ে।
- চৈত্রের রাত্রি শেষে,
সূর্য আসে নতুন বেসে,
সেই সূর্যের রঙ্গিন আলো,
মুছে দিক তোমার জীবনের সকল কালো।
♥-শুভ নববর্ষ-(2026)♥
- নতুন সূর্য, নতুন প্রান।
নতুন সুর, নতুন গান।
নতুন উষা, নতুন আলো।
নতুন বছর কাটুক ভাল।
কাটুক বিষাদ, আসুক হর্ষ।
শুভ হোক নববর্ষ।
♣সবাইকে নববর্ষের শুভেচছা-(2026)♣
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা পোস্টার 2026 | ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ব্যানার | নতুন বছরের শুভেচ্ছা এসএমএস 2026
- নতুন আশা নতুন প্রান,
নতুন হাসি নতুন গান,
নতুন সকাল নতুন আলো,
নতুন দিন হোক ভালো,
দুঃখকে ভুলে যাই,
নতুনকে স্বাগত জানাই।
- পানতা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ..
নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান..
এসো হে বৈশাখ এসো এসো...।
♣শুভ নভবর্ষ-(১৪২৭)♣
- নতূন মন নতুন আসা,
নতুন প্রান নতুন ভাষা,
তাই তোমই জানাই।
♣শুভ নববর্ষের প্রিতি ও শুবেচ্ছা।-2026♣
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা 2026 | নতুন বছরের এস এম এস 2026 | ইংরেজি নিউ ইয়ার এসএমএস 2026
- হর্দম হৈ হৈ, বৈ এল ঐ,
কলার পাতায় ইলিশ পান্তা|
ঈসান কোনে মেঘের বার্তা|♣শুভ নববর্ষ-(১৪২৭)♣
- ♥ইলিশ মাছের ৩০কাঁটা
♥বোয়াল মাছের দাড়ি
♥বৈশাখ মাসের ১তারিখে
♥আইসো আমার বাড়ি
♥ছেলে হলে পানজাবি
♥মেয়ে হলে শাড়ি
♥করব বরন বন্ধু তোমায়
♥আইসো আমার বাড়ি।
আপনাকে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা রইল।
*শুভ নববর্ষ*
নতুন বছরের পিকচার 2026 | ইংরেজি নতুন বছরের ছবি 2026 | নতুন বছরের শুভেচ্ছা পিকচার 2026
- ღ_ღআমি চলে যাচ্ছি... ৫ মাস
আর হয়তো দেখা হবে না...
যদি কারে মনে কষ্টদিয়ে থাকি
তাহলে ক্ষমা করে দিও
ইতি,তোমাদের প্রিয় গরমকাল...♥
হ্যাপি নিউ ইয়ার পিকচার 2026 | ইংরেজি নতুন বছর পিকচার 2026 | নতুন বছরের ছবি 2026
- এল শীত তোমার ধারে,
একা তুমি থেকো নারে
সাথে রেখ শুধু তারে
ভালোবাসো তুমি যাঁরে
এখুনো শুধু তার কাম
জানি আমি তার নাম
সেই তোমার সম্বল, তার নামকম্বল
Happy Winter Season.
- শীত গেলো গরম এল,
পুকুরেরপানি ময়লা হল।
গরমেরএখনো নুতন রুপ,
নদীতে দিতে হবে ডুপ।
ওরে আমার বন্ধু গন,
তোমাদের গরমের নিমন্ত্রণ.
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা 2026 | ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বাণী 2026 | ইংরেজি নববর্ষের শুভেচ্ছা পোস্টার 2026
- গাছে গাছে নতুন পাতা,ফুলফুটছে বেশ।
সব পাখির মনখারাপ শিতের হল শেষ।
নতুনরুপে, নতুনসাঁঝে ণিভাবে মনের আগুন।
তাইতো আজ প্রকৃতি জুড়ে বসন্তের ফাগুন।
- ফুলফুটলো রাশি রাশি,
উদাসমনটা বেজাই খুশি।
বসন্তেরআগমনে,ফুল ফুটেছে সববাগানে।
তাই কোকিল গানকরে, মনের টানে।
- ফুলের রানি, রূপের রানি,
কোথায় তুমি যাও?
তোমারসাথে সঙ্গী করে
আমায়নিয়ে যাও।
কি সুন্দরহাসি তোমার,
মায়াবীতে ভরা...
তোমায় পেলে সত্যি আমি,
হব দিশেহারা শুভ বসন্ত
- যে ভালবাসা বুঝেনা, তাকে ভালবাসা শিখাতে যাবেন না!
কারন সে ভালবাসা শিখবে আপনার কাছে, কিন্তু ভালবাসবে অন্য জনকে!
আর কষ্ট পাবেন আপনি।
- কিছু অশ্রু বিন্দু থাকে, যা কেউ কখনো মুছতে আসে না।
আর সবার অজান্তে আড়ালে একা যেখানে একজনই রানী/রাজা।
কাউকে দুর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালোবাসা।
- পাখী যদি হতাম আমি এই জীবনে,
তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভূবনে।
তুমি কি যাবে আমার সাথে?
নতুন বছর নিয়ে কিছু কথা | নতুন বছরের কবিতা 2026
- কেউ খাঁয় ছেকা, কেউ হয় একা।
কেউ বলে জান, কেউ করে বিষপান।
কারো মুখা হাসি, আবার কারো গলায় ফাঁসি,
Love Is Not Fun,
So সাবধান,আর এখনকার মেয়েরা হয় বেইমান।
Tag: নববর্ষের শুভেচ্ছাবাণী 2026, নতুন বছরের শুভেচ্ছা 2026, নতুন বছর এসএমএস 2026, নতুন বছরের বাণী, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা 2026, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বাণী 2026, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা পোস্টার 2026, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ব্যানার, নতুন বছরের শুভেচ্ছা এসএমএস 2026, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা 2026, নতুন বছরের এস এম এস 2026, ইংরেজি নিউ ইয়ার এসএমএস 2026, নতুন বছরের পিকচার 2026, ইংরেজি নতুন বছরের ছবি 2026, নতুন বছরের শুভেচ্ছা পিকচার 2026, হ্যাপি নিউ ইয়ার পিকচার 2026, ইংরেজি নতুন বছর পিকচার 2026, নতুন বছরের ছবি 2026, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা 2026, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বাণী 2026, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা পোস্টার 2026, নতুন বছর নিয়ে কিছু কথা, নতুন বছরের কবিতা 2026